অস্ট্রেলিয়ার মিডিয়ার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের অভিযোগ উঠেছে ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে। এই ঘটনা মেলবোর্ন বিমানবন্দরে ঘটেছে, যেখানে বিরাট তাঁর পরিবারসহ পৌঁছেছিলেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বিরাট অভিযোগ করেন যে অস্ট্রেলিয়ার মিডিয়া অনুমতি ছাড়া তাঁর সন্তানদের ছবি ও ভিডিও তুলছিল। এই ঘটনায় বিরাটকে উত্তেজিত হয়ে এক সাংবাদিকের সঙ্গে কথাও বলতে দেখা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, বিরাট বিমানবন্দরে পৌঁছানোর পর বুঝতে পারেন যে ক্যামেরা রাখা রয়েছে এবং তিনি সন্দেহ করেন যে তাঁর সন্তানদের ছবি বা ভিডিও তোলা হচ্ছে। বিরাট প্রকাশ্যে বলেন, “সন্তানদের সঙ্গে আমার গোপনীয়তার দরকার। আমায় জিজ্ঞাসা না করে ছবি বা ভিডিও তুলতে পারেন না।” তবে, প্রতিবেদন অনুযায়ী, পরে সংবাদমাধ্যম জানায় যে আসলে তাঁর সন্তানদের ছবি বা ভিডিও তোলা হয়নি, আর এরপর বিরাট শান্ত হয়ে যান। এমনকি তিনি ক্যামেরাম্যানের সঙ্গে হাতও মেলান।
এই ঘটনার পর নেটিজেনদের মধ্যে বিভক্ত প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন যে এটি শুধুমাত্র একটি ভুল বোঝাবুঝি ছিল এবং বিরাট কোহলি কোনও মেজাজ হারাননি। এক নেটিজেন মন্তব্য করেছেন, “এটা উত্তপ্ত বাক্যবিনিময় নয়, বিরাট তো কেবল বলছিলেন, ‘ভিডিও বা ছবি তুলবেন না’।” অপর এক নেটিজেন বলেন, “এটি একেবারেই গাঁজাখুরি গল্প।”
অস্ট্রেলিয়ার মিডিয়ার এই প্রতিবেদনে বিরাটের মাঠে ও মাঠের বাইরে উত্তেজনা নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। অনেক নেটিজেন মনে করছেন যে এটি একেবারে অপ্রাসঙ্গিক, কারণ এই ঘটনার সঙ্গে ক্রিকেট মাঠের কোনো সম্পর্ক নেই।