ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শওকত মোল্লার নাম করে একটি বিশেষ অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, “আমার একটা আর্জি আছে, প্লিজ দেখো যাতে ইনফোসিসকে কোনোভাবে ‘ডিস্টার্ব’ না করা হয়, আমরা যেন সর্বস্তরে তাদের সহযোগিতা করতে পারি এবং সমন্বয় বজায় রাখতে পারি।”
মমতার এই মন্তব্যের পর শওকত মোল্লা দাবি করেছেন যে, মুখ্যমন্ত্রী যা বলেছেন তা তাঁর কাছে ‘আদেশ’। তিনি জানান, ভাঙড় এবং তার আশেপাশের এলাকায় বড় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোর বিনিয়োগ আসছে, এবং সেই জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। শওকত জানান, শান্তি বজায় থাকলেই শুধু বিনিয়োগ আনা সম্ভব, এবং এজন্য তিনি যতটা সম্ভব দায়িত্ব পালনের চেষ্টা করবেন।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় শুধু শওকতকেই নয়, কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ কমিশনারেটকেও সমন্বয় বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেন, “নো ডিস্টার্বেন্স, নাথিং। ইনফোসিসকে শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে কাজ করতে দিতে হবে।”
বিশেষজ্ঞরা মনে করছেন, মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন তা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গে বিনিয়োগের ক্ষেত্রে একসময় ‘দাদাগিরি’ এবং সিন্ডিকেটের কারণে সমস্যা তৈরি হতো। এবার, ইনফোসিসের নতুন ক্যাম্পাসের পাশে উত্তেজনাপ্রবণ ভাঙড় এলাকা থাকা সত্ত্বেও, মুখ্যমন্ত্রী এই অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য উদ্যোগী হয়েছেন।
এছাড়া, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে তিনি অন্যান্য শীর্ষ তথ্যপ্রযুক্তি সংস্থাকেও একটি বার্তা পাঠাতে চেয়েছেন, যা বাংলায় বিনিয়োগ করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য নিশ্চয়তা প্রদান করবে যে তাদের কাজের পরিবেশে কোনো ‘ডিস্টার্ব’ হবে না।