ভারতীয় টেস্ট ক্রিকেট বর্তমানে এক অস্থিরতার মুখোমুখি। দেশের মাটিতে এক দশকেরও বেশি সময় টেস্ট সিরিজে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে নিউজিল্যান্ড রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতকে পরাজিত করেছে। এই পরাজয়ের পর থেকেই প্রশ্ন উঠছে, রোহিত শর্মা এবং বিরাট কোহলির দিন কি শেষের পথে?
রোহিত শর্মা বরাবরই দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সৎ, তবে ২০২৪ সালটি তাঁর জন্য কঠিন ছিল। বছরের শুরুতে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব হারান, যদিও পরবর্তীতে ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন। কিন্তু টেস্টে রানের খরা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে।
এদিকে, বর্ডার-গাভাসকর ট্রফি এখন ১-১ অবস্থায় রয়েছে। রবিচন্দ্রন অশ্বিন অবসর নেওয়ার ঘোষণা করেছেন, যা দলে নতুন চাপ সৃষ্টি করেছে। রোহিত তাঁর পাশে বসে অশ্বিনের অবসর নিয়ে মন্তব্য করেছেন, “অবসরের সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত।” তবে এই মুহূর্তে দলের ভবিষ্যৎ নির্ভর করছে মেলবোর্ন ও সিডনির পরবর্তী দুই টেস্টে।
বিরাট কোহলির অবস্থাও অনিশ্চিত। পার্থে সেঞ্চুরি করলেও সাম্প্রতিক ইনিংসগুলোতে সবুজ পিচে বারবার নিজের ভুলে আউট হয়েছেন। ২০১৪ সালের ইংল্যান্ড সফরের মতো আবারও কট-বিহাইন্ডে আউট হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে তাঁর খেলায়।
যদিও কোহলি বয়সে ও ফিটনেসে রোহিতের চেয়ে এগিয়ে, তবে তাঁরও দ্রুত ঘুরে দাঁড়ানোর প্রয়োজন। ভারতীয় ক্রিকেট নির্বাচকরা এমন একটি কঠিন সিদ্ধান্ত নিতে চাইবেন না যেখানে দলকে রোহিত ও কোহলির মতো দুই সেরা ব্যাটারকে হারাতে হবে। আগামী তিন সপ্তাহে মেলবোর্ন এবং সিডনির পারফরম্যান্সই নির্ধারণ করবে তাঁদের ভবিষ্যৎ।