সম্প্রতি কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের একটি মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছিল। তিনি বলেছিলেন, “আমরা একদিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব,” যা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিরাসক্তি জানানো হয়েছিল। তবে বৃহস্পতিবার, ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক সভায় ফিরহাদ তার মন্তব্যের ব্যাখ্যা প্রদান করেন। তিনি জানান, “সব ধর্মকে হৃদয় দিয়ে সম্মান করি, তবে আমার নিজ ধর্ম আমি ১০০ শতাংশ মেনে চলি।”
ফিরহাদ আরও বলেন, “পিছিয়ে পড়া মানুষের শিক্ষার অগ্রগতির কথা বলা যদি অন্যায় হয়, তাহলে আমি অন্যায় করেছি। সবাইকে শিক্ষিত হতে হবে।” তিনি তার মন্তব্যের বিষয়ে বলেন, “আমি পরোয়া করি না, কারণ আমি বিশ্বাস করি, আল্লাহ ছাড়া কারও সামনে মাথানত করা যায় না। কর্মটাই আমার জীবন, আর সেটা করাচ্ছেন আল্লাহতালা।”
তবে তার বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গে ফিরহাদ বলেন, “হিন্দু বন্ধুদের বিভ্রান্ত করা হচ্ছে, আমি কখনও তা চাইনি।” এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “বাংলায় আমরা ৩৩ শতাংশ, কিন্তু ভারতে মাত্র ১৭ শতাংশ। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না। আল্লাহর রহমত থাকলে একদিন আমরা সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব।”
এদিকে, তৃণমূলের তরফ থেকে ফিরহাদের বক্তব্যের নিন্দা করা হয়েছিল। তারই মধ্যে ফিরহাদের কন্যা প্রিয়দর্শিনী এই বিষয়ে ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে এগিয়ে এসেছিলেন। তাঁর এই বিতর্কিত মন্তব্য নিয়ে রাজ্য বিজেপি বেশ সরব ছিল, যার বিরুদ্ধে ফের সাফাই দিলেন ফিরহাদ।