ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন নির্বাচক যতীন পরঞ্জাপে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)কে তীব্র সমালোচনা করেছেন, পৃথ্বী শর প্রতি তাদের আচরণ নিয়ে। পরঞ্জাপের দাবি, এমসিএ পৃথ্বীকে সাহায্য করতে চায় না এবং তার বিরুদ্ধে অযথা অপমানজনক মন্তব্য করছে।
সম্প্রতি মুম্বই ক্রিকেট সংস্থা, পৃথ্বী শকে বিজয় হাজারে ট্রফির স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর অভিযোগ উঠেছে যে, তিনি দলের শৃঙ্খলা মেনে চলেননি। এমসিএ দাবি করেছে, সৈয়দ মুস্তাক আলি ট্রফির সময় পৃথ্বী অনুশীলনে নিয়মিত আসতেন না এবং রাতে দলের সঙ্গে হোটেলে না থেকে বন্ধুদের সঙ্গে বাইরে থাকতেন। এর ফলে তার স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়, যা ক্রিকেট দুনিয়ায় বেশ আলোচিত হয়েছে।
এদিকে, পৃথ্বী শ তার সোশ্যাল মিডিয়াতে নিজের কেরিয়ারের পরিসংখ্যান শেয়ার করেন, যেখানে তার গত কয়েক বছরের পারফরম্যান্স ভালো ছিল। তবে তার ফিটনেস এবং নিয়মবিরোধিতার কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয় বলে মনে করা হচ্ছে।
যতীন পরঞ্জাপে অবশ্য এমসিএকে আক্রমণ করে বলেন, ‘‘এভাবে পৃথ্বীকে অপমান করা মোটেও ঠিক নয়। এভাবে মন্তব্য করা এমসিএর উচিত ছিল না। পৃথ্বী হয়তো মুম্বইয়ের হয়ে আর খেলবেন না।’’ তিনি আরও জানান, এমসিএ মনে হয় পৃথ্বীকে সহায়তা করতে চায় না।
মুম্বই ক্রিকেট সংস্থা, পৃথ্বী শকে পুলিশ শিল্ডে খেলতে বলা হয়েছে এবং আশা করছে যে, তিনি মুম্বই কল্টসের হয়ে আগামী ম্যাচগুলো খেলবেন।