বাংলা সিনেমা প্রেমীদের মধ্যে এখন খাদান জ্বর! দেবের নতুন ছবি “খাদান” পশ্চিমবঙ্গের বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম দিনেই প্রায় ১ কোটি টাকার কাছাকাছি আয় করেছে এই ছবি, যা পুষ্পা ২-কে টেক্কা দিয়ে বাংলায় রমরমি ব্যবসা করেছে। দীর্ঘদিন পর অ্যাকশন হিরোর অবতারে ফিরে এসেছেন দেব, আর তাঁর অ্যাংরি ইয়াংম্যান অবতারে মুগ্ধ হয়েছে দর্শকরা।
প্রথম দিনে খাদান ছবির প্রায় ১০০টিরও বেশি হল হাউসফুল হয়ে যায়। উৎসাহ ও উন্মাদনার কমতি নেই। রাত গড়াতেই ফ্যানদের ধন্যবাদ জানাতে লাইভে এসে আবেগঘন মুহূর্তের সৃষ্টি করেছেন দেব। ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে প্রথম দিনের বক্স অফিস কালেকশনের অফিসিয়াল তথ্য এখনো প্রকাশ করা হয়নি, তবে রিপোর্ট অনুযায়ী, ছবিটি প্রথম দিন বাংলা জুড়ে প্রায় ৭৭ লাখ টাকার গ্রস কালেকশন করেছে।
দেব জানিয়েছেন, “খাদান” ছবির বাজেট ছিল ৬ কোটি টাকা। যদি ছবিটি হিট হয়, তবে সে টাকা দিয়ে আরও বড় বাজেটের ছবি তৈরি করবেন। তাঁর পরবর্তী ছবির বাজেট হতে পারে ১০ কোটি টাকা। “খাদান”-এ দেবের পাশাপাশি প্রধান চরিত্রে রয়েছেন যিশু সেনগুপ্ত, বরখা বিস্ত এবং ইধিকা পাল। সঞ্জয় রিনো দত্ত পরিচালিত এই ছবিতে আরো আছেন জন ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ।
বাংলার সিনেমাপ্রেমীদের জন্য এটি একটি বড় সুখবর, এবং খাদান দেখতে হলে হলে ভিড় জমছে।