২০ ডিসেম্বর সাড়ম্বরে মুক্তি পেয়েছে খাদান। ‘খাদান’-এর সাফল্য নিয়ে ভীষণ ব্যস্ত যীশু সেনগুপ্ত। বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে দেব-যিশুর যুগলবন্দি। বলাই বাহুল্য, খাদান জ্বরে কাঁপছে বাংলা। খাদান সিনেমায় মোহন দাসের ভূমিকায় দেখা গিয়েছে যীশুকে। কোলিয়ারি এলাকা, মাফিয়া রাজ, সিস্টেম-সিন্ডিকেটের মারপ্যাঁচ… থেকে নাচ-গান, রোমান্স, অ্যাকশনে, সব মিলিয়ে বলা যায়, ‘মশালা’ প্যাকেজ খাদান।
কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে সব হারিয়ে নিঃস্ব হয়ে এপারে ভারতে আসা মোহন দাসের (যিশু সেনগুপ্ত) সঙ্গে বন্ধুত্ব শুরু হয় শ্যাম মাহাতোর (দেব)। কীর্তনের বোলে মজে থাকা মোহনের মাস্টারমাইন্ড আর শ্যামের শক্তি, এই দুইয়ে মিলে কোলিয়ারি এলাকায় রীতিমত একচেটিয়া রাজত্ব শুরু হয়।
‘খাদান’ সিনেমা যে একেবারেই দেবময় ছবি, সেটা কিন্তু একেবারেই বলা যাবে না। কারণ দেবের পাশাপাশি, সমানতালে সারথির ভূমিকা পালন করেছেন অভিনেতা যীশু সেনগুপ্ত। এখন বলিউড, দক্ষিণী সিনেদুনিয়ায় অভিনয় করে খাদান সিনেমায় মোহনের চরিত্র তাঁর কাছে জলভাত অর্থাৎ খুবই সহজ। মূলধারার বাণিজ্যিক ঘরানার একটি ‘মাস এন্টারটেইনিং’ ছবি খাদান। শ্যাম মাহাতো এবং মোহন দাসের বন্ধুত্ব ঘিরেই আবর্তিত হয়েছে সিনেমা। এই সিনেমায় শ্যাম-মোহনের রসায়ন একেবারে সুপারহিট।
বর্তমানে টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেতা হলেন যীশু সেনগুপ্ত। টলিউড কাঁপিয়ে এখন তিনি বলিউড এবং দক্ষিণী সিনেমায় জমিয়ে অভিনয় করছেন। বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্তকে এখন সকলেই একডাকে চেনে! টেলিভিশন ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পদার্পণ করলেও সবেতেই তিনি অনবদ্য। অভিনয় থেকে শুরু করে সঞ্চালনা পরিচালনা সবেতেই নিজের জাত চিনিয়েছেন যীশু। খাদানেও তার ব্যতিক্রম হলো না।