ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বেআইনি ঋণদানের প্রবণতা ঠেকাতে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, এই ধরনের সংস্থাগুলির কার্যকলাপ রুখতে নতুন বিল আনার প্রস্তুতি চলছে। বেআইনি ঋণদাতা ও অ্যাপগুলিকে নিষিদ্ধ করার পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির প্রস্তাব দেওয়া হয়েছে।
২০২১ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর ডিজিটাল ঋণ প্রদান সংক্রান্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বেআইনি ঋণ প্রদানকারী সংস্থাগুলি থেকে গ্রাহকরা অতিরিক্ত সুদের চাপে জর্জরিত। অনেকক্ষেত্রে, ঋণ আদায়ের সময় হুমকি দেওয়া বা ভয় দেখানোর অভিযোগও উঠেছে।
প্রস্তাবিত নতুন বিল: ‘ব্যানিং অফ আনরেগুলেটেড লেন্ডিং অ্যাক্টিভিটিস’
প্রস্তাবিত বিলের আওতায় শুধুমাত্র আরবিআই বা অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনপ্রাপ্ত সংস্থাগুলিকেই ঋণদানের অনুমতি দেওয়া হবে। বেআইনি ঋণদাতা বা অ্যাপগুলির কার্যক্রম নিষিদ্ধ করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে। দোষীদের ৭ থেকে ১০ বছরের কারাদণ্ড বা ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
যেসব বেআইনি সংস্থা একাধিক রাজ্যে সক্রিয় এবং বিপুল সংখ্যক মানুষের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হতে পারে।
বিগত কয়েক বছরে বেআইনি অ্যাপের মাধ্যমে ঋণদানের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত সুদের হার ও জবরদস্তির অভিযোগ সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। এই অবস্থায় সরকারের পদক্ষেপ গ্রাহকদের জন্য আশার আলো দেখাচ্ছে।
শিগগিরই এই বিল সংসদে পেশ হতে পারে।