ভারত এবং কুয়েত একযোগে সীমান্ত পার সন্ত্রাসবাদ এবং এর সমস্ত প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে। সদ্য দুই দিনের কুয়েত সফরকালে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কুয়েতের শাসকরা সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা, এবং উগ্রপন্থার বিরুদ্ধে একযোগে লড়াই করার বিষয়ে আলোচনা করেছেন। কুয়েত, বর্তমানে গাল্ফ কোঅপারেশন কাউন্সিলের (GCC) সভাপতিত্ব করছে এবং এই সম্মেলনকে সামনে রেখে দুই দেশের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
যৌথ বিবৃতিতে উল্লিখিত হয়েছে যে, দুই দেশ সীমান্ত পার সন্ত্রাস এবং এর মদত দেওয়ার সমস্ত উপায়কে নিন্দা করেছে। তারা সন্ত্রাসী সংগঠনের আর্থিক মদত, সেফ হেভেনের ব্যবহার, এবং জঙ্গি পরিকাঠামোর ধ্বংসের জন্য একযোগে কাজ করার অঙ্গীকার করেছে। সন্ত্রাস দমন, গোয়েন্দা তথ্য আদান-প্রদান, এবং সাইবার সন্ত্রাস রোধে সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশ একমত হয়েছে।
এছাড়াও, কোভিড মহামারির সময় স্বাস্থ্য বিষয়ক সহযোগিতা এবং ভারতীয় ফার্মাসিউটিক্যাল প্ল্যান্ট নির্মাণের বিষয়েও আলোচনা হয়েছে। ভারত-কুয়েত যৌথ বিবৃতিতে জানানো হয় যে, নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রসঙ্গেও আলোচনা হয়েছে, যেখানে কুয়েতের SCOতে প্রবেশের বিষয়টি স্বাগত জানানো হয়েছে।
মোদীর কুয়েত সফর থেকে স্পষ্ট হয়েছে যে, ভারত ও কুয়েত সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ এবং অন্যান্য আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোতে একত্রে কাজ করতে আগ্রহী।