মণিপুরে ক্রমশ বাড়ছে মায়ানমার থেকে পাচার হওয়া অস্ত্র ও সেনা সরঞ্জামের পরিমাণ। ১৩ ডিসেম্বর, মণিপুরের পূর্ব ইম্ফলে অসম রাইফেলসের অভিযান চালিয়ে জঙ্গিদের গা ঢাকা দেওয়ার গোপন ডেরায় একাধিক সামগ্রী উদ্ধার করেছে। এদের মধ্যে স্টার লিঙ্কের অ্যান্টেনা ও রাউটারও ছিল। আশঙ্কা করা হচ্ছে, এগুলি মায়ানমার থেকে পাচার হয়ে মণিপুরে প্রবেশ করছে।
মণিপুরে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে মায়ানমারের সেনাবাহিনীর ব্যবহৃত এমএ৪ অ্যাসল্ট রাইফেলও রয়েছে, যা মায়ানমারে তৈরি। সেনাবাহিনী জানিয়েছে, গত ৫-৬ মাসে মণিপুর থেকে এমন অনেক অস্ত্র উদ্ধার হয়েছে, যার বেশিরভাগই মায়ানমার থেকে পাচার করা। কখনও জঙ্গিদের কাছ থেকে, কখনও আবার তাদের গা ঢাকা দেওয়ার ডেরায় পাওয়া গেছে এসব অস্ত্র। এছাড়া মায়ানমার সেনার পোশাক, বুলেটপ্রুফ ভেস্ট, এমনকি ‘মেড ইন বার্মা’ লেখা পিস্তলও উদ্ধার হয়েছে।
মণিপুরের চান্ডেলে স্টারলিঙ্কের অ্যান্টেনা ও রাউটার উদ্ধার করা হয় একটি ‘কর্ডন অ্যান্ড সার্চ’ অভিযানে। একে ৪৭ রাইফেলও উদ্ধার হয়, যা মায়ানমারের তৈরি। সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, মায়ানমার থেকে পাচার হওয়া অস্ত্রগুলি সনাক্ত করা তাদের জন্য সহজ হয়ে পড়েছে, কারণ এসব অস্ত্রের ধরন, সিরিয়াল নম্বর এবং গ্রিপ আলাদা।
মণিপুরে চলমান জাতিগত সংঘর্ষের মধ্যে, গত ১৯ মাসে মায়ানমার থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম মণিপুরে প্রবেশ করেছে। এ ঘটনায় মণিপুরে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, এবং মনে করা হচ্ছে, আরও অস্ত্র এবং সেনা সরঞ্জাম পাচারের সম্ভাবনা রয়েছে।