দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়ে দেখাল পাকিস্তান। মহম্মদ রিজওয়ানের নেতৃত্বে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করল বাবর আজমের দল। এই কৃতিত্ব এর আগে আর কোনও দল অর্জন করতে পারেনি। জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৩৬ রানের জয় পায় পাকিস্তান।
জো’বার্গে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান নির্ধারিত ৪৭ ওভারে ৯ উইকেটে তোলে ৩০৮ রান। সইম আয়ুবের দুরন্ত সেঞ্চুরি (৯৪ বলে ১০১ রান) এবং বাবর আজম (৭১ বলে ৫২) ও মহম্মদ রিজওয়ানের (৫২ বলে ৫৩) জোড়া হাফ-সেঞ্চুরিতে গড়ে ওঠে দলীয় এই বড় সংগ্রহ। আঘা সলমনের ঝড়ো ইনিংস (৩৩ বলে ৪৮) এবং তায়েব তাহিরের ২৪ বলে ২৮ রানের ইনিংস দলের রানকে শক্ত অবস্থানে নিয়ে যায়।
দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া মারকো জানসেন ও বিয়র্ন ফুরচুইন পান ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নিয়মিত বিরতিতে উইকেট হারায়। বৃষ্টির বাধায় ম্যাচ কমে দাঁড়ায় ৪১ ওভারে। পাকিস্তানের সুশৃঙ্খল বোলিংয়ের সামনে তেমন প্রতিরোধ গড়তে পারেনি প্রোটিয়াসরা।
এর আগে পার্ল ও কেপ টাউনের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে পাকিস্তান। জোহানেসবার্গে জয় নিয়ে তাদের অসাধারণ সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ওয়ান ডে সিরিজ হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস গড়ল পাকিস্তান।