আজ, সোমবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে রাজপথে নামবে তৃণমূল কংগ্রেস। সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে সংসদে অমিত শাহের বক্তব্যের প্রতিবাদে মিছিলের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি কেন্দ্রের বিরুদ্ধে সরব হবেন।
এদিকে, প্রজাতন্ত্র দিবসের প্যারেডে পশ্চিমবঙ্গ সরকারের লোকশিল্প-ভিত্তিক প্রকল্প ‘বাংলার লোকপ্রসার’ ট্যাবলোকে জায়গা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদনের পর নবান্নে চিঠি এসে পৌঁছেছে। ট্যাবলো নির্মাণের জন্য আগামী ২৫ ডিসেম্বর থেকে রাষ্ট্রীয় রঙ্গশালায় কারিগর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বাংলার লোকপ্রসার’ প্রকল্পের অধীনে রাজ্যের ১ লক্ষ ৮১ হাজার লোকশিল্পী স্বীকৃতি এবং আর্থিক সহায়তা পেয়েছেন। এই প্রকল্প বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পকে রক্ষা এবং বিশ্ব দরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নির্বাচক কমিটি বাংলার থিম দেখে প্রশংসা করেছে এবং প্রজাতন্ত্র দিবসের প্যারেডে স্থান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পশ্চিমবঙ্গ ছাড়াও বিজেপি-বিরোধী রাজ্য কর্ণাটক, ঝাড়খণ্ড এবং পাঞ্জাব জায়গা পেলেও, পরপর চার বছর বাদ পড়েছে দিল্লি। এছাড়াও তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং হিমাচল প্রদেশের ট্যাবলো জায়গা পায়নি। তবে বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, এবং ত্রিপুরার ট্যাবলো নির্বাচিত হয়েছে।
এবারের প্রজাতন্ত্র দিবসের থিম ‘স্বর্ণিম ভারত, বিরাসত সে বিকাশ’, যা ঐতিহ্য এবং উন্নয়নের উপর জোর দেয়। বাংলার লোকশিল্প-সমৃদ্ধ ট্যাবলো দেশের ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি মমতা সরকারের সাফল্যের প্রতিফলন করবে।