বড়দিন উপলক্ষে টলিউডে মুক্তি পায় চারটি বড় ছবি, যার মধ্যে দুটি ছবি—দেব-যিশু-ইধিকার খাদের খাদান এবং ঋত্বিক-মিঠুন-শুভশ্রীর সন্তান একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এই দুই ছবির মধ্যে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ-পালটা কটাক্ষের মাধ্যমে উত্তেজনা আরও বাড়ে। প্রথম দুই দিনে খাদান অনেকটাই এগিয়ে ছিল, তবে তৃতীয় দিনে সন্তান কি নিজেদের ঘুরে দাঁড়াতে পেরেছে?
রিপোর্ট অনুযায়ী, তৃতীয় দিনে খাদান একদিনের আয় ১ কোটি টাকার বেশি আয় করেছে। রবিবার ছবিটি প্রাপ্তি ১.১২ কোটি টাকা, যা বাংলা সিনেমার জন্য একটি রেকর্ড। প্রথম দিনে খাদান আয় করেছিল ৬৮ লাখ, দ্বিতীয় দিনে তা বেড়ে ৭৬ লাখে পৌঁছায়। মোট তিন দিনে ছবির আয় ২.৫৬ কোটি টাকা হয়েছে, যা প্রমাণ করে যে দেবের এই বাণিজ্যিক ছবিটি টলিউডে একটি গেম চেঞ্জার হয়ে উঠেছে।
অন্যদিকে, সন্তান ব্যবসায়িক দিক থেকে খাদান থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। রবিবারে ছবিটি আয় করেছে ৩১ লাখ টাকা, যার ফলে তিন দিনের মোট আয় দাঁড়ায় ৬০ লাখ টাকায়। ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ, এবং খাদান প্রযোজনা করেছে নিসপাল সিং রাণে। যদিও এই ছবির শো সংখ্যা কম, এবং হাউজফুল শোও তেমনভাবে দেখা যাচ্ছে না।
দেবের বিপরীতে অন্য কোনো ছবির জন্য ভালো সংগ্রহের আশা থাকে না, তবে ২০২৪ সালের দুর্গা পুজোতে বহুরূপী ছবিটি দেবে-র অগ্রগতি ছাড়িয়ে গিয়েছিল। এখন দেখার বিষয়, শেষ হাসি কার মুখে থাকে।