দিল্লিতে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া এবং তাদের জাল নথি তৈরির সঙ্গে জড়িত একটি চক্রের সন্ধান পেয়েছে দিল্লি পুলিশ। দীর্ঘদিন ধরেই এই চক্র বেআইনি অনুপ্রবেশকারীদের ভুয়ো আধার কার্ড এবং অন্যান্য পরিচয়পত্র তৈরি করে দিত। তদন্তে জানা গেছে, চক্রটিতে আধার অপারেটর থেকে শুরু করে প্রযুক্তি বিশেষজ্ঞ পর্যন্ত বেশ কয়েকজন ব্যক্তি সক্রিয় ছিল।
দিল্লি পুলিশের ডিসিপি সাউথ অঙ্কিত চৌহানের নেতৃত্বে অভিযান চালিয়ে এই চক্রের ১১ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি জানান, বেআইনি অনুপ্রবেশকারীদের সুরক্ষিত থাকার জন্য প্রয়োজনীয় নথিপত্র জালিয়াতি করে দেওয়া হত। এর ফলে তারা সহজেই দিল্লিসহ অন্যান্য এলাকায় মিশে যেতে পারত।
দিল্লি জুড়ে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য প্রশাসনের বিশেষ অভিযান চলছে। কয়েকদিন আগেই রাজধানীতে একাধিক অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়েছিল। দিল্লি পুর নিগম ইতিমধ্যে স্কুলগুলোতে অবৈধ অনুপ্রবেশকারীদের সন্তানদের শনাক্ত করার নির্দেশিকা জারি করেছে। পাশাপাশি, কোনও অনুপ্রবেশকারীকে জন্ম সনদ না দেওয়ার বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি, শীতের কারণে ভোরবেলা কুয়াশা বেড়েছে, যা বেআইনি অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশের সুবিধা দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, মায়ানমারে আরাকান আর্মি রাখাইন প্রদেশ দখল করায় রোহিঙ্গা শরণার্থীদের প্রবাহ বাংলাদেশে বেড়েছে, যা ভারতেও এর প্রভাব ফেলতে পারে।
এই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলি কড়া নজরদারি চালাচ্ছে। দিল্লি পুলিশের এই সাফল্য বেআইনি অনুপ্রবেশ রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।