মুর্শিদাবাদ জেলার একাংশে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জাল নথি তৈরির চক্রের সন্ধান মিলেছে। সম্প্রতি পুলিশের হাতে ধরা পড়েছে শওকত শেখ নামে এক বাংলাদেশি যুবক, যিনি ভুয়ো নথি তৈরি করে ভারতীয় নাগরিক পরিচয় পেয়েছিলেন। ধৃতের বাড়ি বাংলাদেশের রাজশাহীর গোদাবাড়ি এলাকায়। চার বছর আগে লালগোলা থানার ছাতায়ডুবি গ্রামে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন শওকত।
স্থানীয়রা জানান, গ্রামে বসবাসের সময় শওকত নানান ছোটখাটো কাজ করতেন। গ্রামবাসীরা জানলেও পুলিশ অজান্তেই ছিল যে তিনি বাংলাদেশি নাগরিক। এই সুযোগেই ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ড তৈরি করে ফেলেন শওকত। নথিপত্রে নিজের বাবার নাম পরিবর্তন করে নওশাদ আলি উল্লেখ করেন, যদিও তার প্রকৃত বাবার নাম ইব্রাহিম।
পুলিশ জানায়, শওকতের জাল নথি তৈরির প্রক্রিয়ায় জড়িত চক্রের সন্ধান বের করতে তদন্ত শুরু হয়েছে। সোমবার ধৃতকে আদালতে পেশ করা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
তদন্তকারীরা জানান, মুর্শিদাবাদ জেলার বেশ কিছু এলাকায় এমন জাল নথি তৈরির চক্র সক্রিয় রয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের শিকড় পর্যন্ত পৌঁছানোর চেষ্টা চলছে। ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এই ঘটনা সামনে আসার পর এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামাল দিতে তৎপর এবং জাল নথি তৈরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।