ডিএ বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। সম্প্রতি ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত মন্দিরতলার বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এই মঞ্চে এসে ডিএ আন্দোলনকে অরাজনৈতিক বলে সমর্থন জানান বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী বলেন, “সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্য সরকারের শোষণের বিরুদ্ধে লড়াই করছে। এই লড়াই অরাজনৈতিক। আমি রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে দাঁড়িয়ে তাদের পাশে রয়েছি।” তিনি রাজ্য সরকারের সমালোচনা করে জানান, “সরকার ইমাম-মোয়াজ্জেমদের ভাতা দিচ্ছে, পুরোহিতদের সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ দিতে নারাজ। সরকারি কর্মচারীদের ন্যায্য ডিএ পাওনা থেকে বঞ্চিত করছে।”
বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন, যেখানে কেন্দ্রীয় কর্মীদের ডিএ বেড়ে ৫৩ শতাংশ হয়েছে। এই ফারাক ঘোচানোর দাবি জানিয়ে আন্দোলনকারীরা ৩৯ শতাংশ অতিরিক্ত ডিএ-র দাবিতে সরব। তবে রাজ্য সরকার কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার বিষয়ে অনড়।
প্রসঙ্গত, রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন ২০২০ সালের ১ জানুয়ারি কার্যকর হলেও ডিএ দিতে শুরু হয়েছে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে। এর ফলে কেন্দ্রীয় কর্মীদের তুলনায় রাজ্যের কর্মীদের ডিএ পাওয়ার ব্যবধান বেড়েছে।
সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, তাদের আপসহীন আন্দোলনের ফলেই রাজ্য সরকার সামান্য হলেও ডিএ দিতে বাধ্য হয়েছে। তবে পূর্ণ দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।