উত্তর ২৪ পরগনায় জাল পাসপোর্ট চক্রের তদন্তে বড় সাফল্য। বুধবার সকালে দত্তপুকুরে অভিযান চালিয়ে মোক্তার আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দারা। এর আগে একই অভিযোগে বারাসত থেকে সমরেশ বিশ্বাস ও তাঁর ছেলে লিটনকে গ্রেফতার করা হয়েছিল। গত তিন দিনে এই চক্রে জড়িত থাকার অভিযোগে মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, মোক্তার আলমের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ প্যান কার্ড ও ডেবিট কার্ড। ২০২১ সালেও জাল নথি তৈরির অভিযোগে চুঁচুড়া থেকে গ্রেফতার হয়েছিলেন তিনি। সেসময় কয়েক মাস জেল খেটে জামিনে মুক্তি পাওয়ার পর ফের পুরনো কারবারে সক্রিয় হয়ে ওঠেন মোক্তার।
এর আগে, ২৩ ডিসেম্বর বারাসত থেকে গ্রেফতার করা হয় সমরেশ বিশ্বাস ও তাঁর ছেলে লিটনকে। তাঁদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর জাল নথি ও নামের তালিকা। গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে ফিরে এসেছেন সমরেশ। তাঁকে জিজ্ঞাসাবাদেই মোক্তারের নাম উঠে আসে।
তদন্তকারীরা মনে করছেন, এই চক্রের মদতে বহু বাংলাদেশি অবৈধভাবে ভারতীয় ভোটার তালিকায় নাম তুলেছেন। ধৃতদের কাছ থেকে পাওয়া নথির ভিত্তিতে এই চক্রে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ।
জাল নথি ও পাসপোর্ট তৈরির মাধ্যমে সীমান্ত পারাপারকে সহজ করে তুলেছিল এই চক্র। গোয়েন্দারা এখন এই পুরো নেটওয়ার্কের পর্দাফাঁস করতে তৎপর। দেশ ও রাজ্যের নিরাপত্তার স্বার্থে এই তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।