দিল্লির সংসদ ভবনের কাছেই এক যুবক গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন, যা ঘিরে বুধবার চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই যুবকের নাম জিতেন্দ্র, এবং তিনি উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে রেলভবনের গোলচত্বরে। গুরুতরভাবে দগ্ধ অবস্থায় তাঁকে আরএমএল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, যুবকটির শরীরের প্রায় ৯০ শতাংশই পুড়ে গিয়েছে। ঘটনাস্থল থেকে একটি ডায়ারি এবং একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। দুটি নথিই খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাগপতের কোনও ব্যক্তিগত সমস্যার কারণেই তিনি এই চরম পদক্ষেপ নেন।
ঘটনার সময় রেল পুলিশ এবং স্থানীয় থানার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাদের সহায়তায় যুবকটিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল আপাতত পুলিশের নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, সুইসাইড নোটে যুবকের মানসিক চাপ এবং পারিবারিক বা সামাজিক কারণের উল্লেখ থাকতে পারে। তবে বিস্তারিত জানার জন্য পুলিশের তদন্ত চলছে।
এই ঘটনার প্রেক্ষিতে অতীতে ঘটে যাওয়া এক ঘটনার কথা মনে পড়ছে। ২০২৩ সালের এপ্রিল মাসে সংসদ ভবনের কাছেই এক ব্যক্তি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং রাহুল গান্ধীর পক্ষে স্লোগান দিচ্ছিলেন। লকডাউনের সময় চাকরি হারানোর হতাশা থেকেই তিনি ওই পদক্ষেপ নিয়েছিলেন।
তবে বর্তমান ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা এখনো অস্পষ্ট। দিল্লি পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি গভীরভাবে তদন্ত করছে। যুবকের অবস্থা সংকটজনক, এবং তাঁর জীবন বাঁচানো সম্ভব হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।