শিক্ষা নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়সহ পাঁচ অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এই রায় দেন। তিনি উল্লেখ করেন, অভিযুক্তদের জামিন মঞ্জুর করা হলে দুর্নীতির শিকার যোগ্য চাকরিপ্রার্থীদের প্রতি অবিচার হবে।
সিবিআইয়ের মামলায় পার্থর আগের জামিন আবেদনে দ্বিমত পোষণ করেছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি। ফলে মামলাটি তৃতীয় বেঞ্চে পাঠানো হয়। বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন, ‘‘জামিন পাওয়া অভিযুক্তদের অধিকার হলেও এই ক্ষেত্রে জামিন দিলে বিচারপ্রক্রিয়ার প্রতি আস্থা নষ্ট হবে।’’
বিচারপতি আরও অভিযোগ করেন, রাজ্য সরকার অভিযুক্তদের বিরুদ্ধে বিচার শুরুতে অনুমতি দিতে দেরি করছে। তিনি প্রশ্ন তোলেন, ‘‘রাজ্য সরকার কি অভিযুক্তদের সুরক্ষা দিচ্ছে?’’ পার্থ চট্টোপাধ্যায়ের মতো প্রাক্তন মন্ত্রীর জেলমুক্তির ফলে প্রভাবিত হতে পারে তদন্ত, এমন আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, সিবিআইয়ের মামলায় পার্থের জামিনের বিষয়ে ডিভিশন বেঞ্চে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সিংহ রায় দুই রকম সিদ্ধান্তে পৌঁছান। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ৯ জনের জামিনের পক্ষে মত দেন, কিন্তু বিচারপতি সিংহ রায় পাঁচ অভিযুক্তের জামিন বাতিল করেন। এরপর মামলাটি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে পাঠানো হয়।
ইডির করা মামলায় সুপ্রিম কোর্ট থেকে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় জামিনের আবেদন খারিজ হওয়ায় অভিযুক্তদের মুক্তির সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল। বিচারপতির কড়া পর্যবেক্ষণ রাজ্য সরকারের ভূমিকা নিয়েও নতুন প্রশ্ন তুলল।