ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শুক্রবার থেকে সাত দিনের রাষ্ট্রীয় শোকপালনের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল রাখা হয়েছে।
শুক্রবার সকালে মনমোহন সিংয়ের বাসভবনে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মোদী বলেন, “ডঃ মনমোহন সিং ছিলেন একজন শ্রদ্ধেয় অর্থনীতিবিদ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতা। প্রধানমন্ত্রী হিসেবে দেশের অগ্রগতির জন্য তাঁর অবদান চিরস্মরণীয়।”
বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে মনমোহন সিংকে এইমসের ইমারজেন্সি বিভাগে ভর্তি করা হয়। প্রায় দুই ঘণ্টা পরে রাত ৯টা ৫১ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়ার পরই শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, বিজেপি সভাপতি জেপি নড্ডাসহ বিশিষ্ট নেতারা রাতেই এইমসে পৌঁছান।
শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার বেলা ১১টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে।
মনমোহন সিং একজন প্রখ্যাত অর্থনীতিবিদ ছিলেন। তিনি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর, ভারতের অর্থমন্ত্রী এবং দুই দফায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রয়াণে ভারত এক দক্ষ প্রশাসক এবং উদার নেতৃত্বকে হারাল।