আগামী ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পেশ হতে চলা কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তদের জন্য গুরুত্বপূর্ণ আয়কর ছাড়ের ঘোষণা আসতে পারে। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ১৫ লাখ টাকা পর্যন্ত বাৎসরিক আয়ের ব্যক্তিদের নতুন আয়কর কাঠামোর আওতায় করছাড় দেওয়া হতে পারে। সরকারি সূত্রে জানা গেছে, এর ফলে বিশেষত শহরের মধ্যবিত্ত চাকরিজীবীরা উপকৃত হবেন।
বর্তমানে নতুন কর কাঠামোয় ৭ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত। কিন্তু ১৫ লাখ টাকা পর্যন্ত আয়ের ব্যক্তিদের উপর করের বোঝা কমাতে নতুন সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা চলছে। উদাহরণস্বরূপ, যদি কারও আয় ১৫ লাখ টাকা হয়, পুরনো কাঠামোয় বিভিন্ন ছাড় বাদ দিয়ে তাঁকে ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা কর দিতে হয়। অন্যদিকে, নতুন কাঠামোয় করযোগ্য আয় হবে ১৪ লাখ ২৫ হাজার টাকা, যেখানে করের পরিমাণ দাঁড়াবে ১ লাখ ৩০ হাজার টাকা।
একইভাবে, ২০ লাখ টাকা আয় করলে পুরনো কাঠামোয় করের পরিমাণ হয় ২ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা, আর নতুন কাঠামোয় ২ লাখ ৭৮ হাজার ২০০ টাকা। ৩০ লাখ টাকার ক্ষেত্রে, পুরনো কাঠামোয় ৬ লাখ ৬০০ টাকা এবং নতুন কাঠামোয় ৫ লাখ ৯০ হাজার ২০০ টাকা কর দিতে হয়।
সরকারি কর্মীদের মতে, নতুন আয়কর কাঠামোকে আরও আকর্ষণীয় করতে এবং মধ্যবিত্তের উপর করের চাপ কমাতে এই পদক্ষেপ নেওয়া হতে পারে। এতে শহরের চাকরিজীবী ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনযাত্রার মান বাড়বে বলে আশা করা হচ্ছে। বাজেটের চূড়ান্ত ঘোষণার জন্য এখন কেবল অপেক্ষা।