প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের শেষকৃত্যকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র হচ্ছে। শনিবার বিজেপি সভাপতি জে পি নড্ডা কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, কংগ্রেস এই ইস্যুতে ‘সস্তা রাজনীতি’ করছে।
নড্ডা সরাসরি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীকে নিশানা করে বলেন, “মনমোহন সিংয়ের মতো একজন সম্মানিত নেতার প্রয়াণকে কংগ্রেস রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যখন তিনি জীবিত ছিলেন, তখন কংগ্রেস তাঁকে যথাযোগ্য সম্মান দেয়নি। আর এখন তাঁর ঐতিহ্যের অপব্যবহার করে রাজনীতি করছে।”
কংগ্রেসের সমালোচনা করে নড্ডা আরও বলেন, “এই কংগ্রেসই প্রধানমন্ত্রী থাকার সময় মনমোহন সিংকে তাঁর প্রাপ্য মর্যাদা দেয়নি। সোনিয়া গান্ধীকে সুপার পিএম বানিয়ে প্রধানমন্ত্রীর পদকেও অপমান করা হয়েছিল। রাহুল গান্ধী একবার প্রকাশ্যে অর্ডিন্যান্স ছিঁড়ে মনমোহন সিংকে অপমান করেছিলেন। অথচ আজ সেই রাহুল গান্ধীই তাঁর প্রয়াণ নিয়ে রাজনীতি করছেন।”
কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ উঠেছিল, ড. মনমোহন সিংয়ের শেষকৃত্যের জন্য নিগমবোধ ঘাট নির্বাচন করে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার তাঁকে অপমান করেছে। কংগ্রেস দাবি করে, মনমোহন সিং ভারতীয় অর্থনীতির সংস্কারের স্থপতি ছিলেন এবং তাঁর মর্যাদা অনুসারে শেষকৃত্যের আয়োজন করা হয়নি। এই বিষয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী বিজেপিকে একাধিকবার আক্রমণ করেছেন।
তবে, নড্ডার পাল্টা অভিযোগ, কংগ্রেসই মনমোহন সিংয়ের প্রতি জীবদ্দশায় অবহেলা করেছে। তিনি বলেন, “মনমোহন সিংয়ের প্রতি যে সম্মান কংগ্রেস দেখায়নি, তা নিয়ে আজ তাদের কথা বলা লজ্জাজনক।”
এই বিতর্কে দুই শিবিরের কাদা ছোড়াছুড়ি ভারতীয় রাজনীতিতে উত্তাপ আরও বাড়িয়েছে।