মেলবোর্নে টেস্ট অভিষেকেই নজর কাড়লেন অস্ট্রেলিয়ার ১৯ বছরের ওপেনার স্যাম কনস্টাস। প্রথম ইনিংসে ভারতের বোলিং তারকা জসপ্রীত বুমরাহর বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিংয়ে চমক দেন কনস্টাস। স্কুপ, রিভার্স স্কুপের মতো শট খেলে বুমরাহর এক ওভার থেকে ১৮ রান সংগ্রহ করে নতুন রেকর্ড গড়েন তিনি। শেষমেশ ৬৫ বলে ৬০ রানের ঝকঝকে ইনিংস খেলে বিশেষজ্ঞদের প্রশংসা কুড়ান।
তবে দ্বিতীয় ইনিংসে ছবিটা পুরোপুরি বদলে যায়। অভিষেকের মধুচন্দ্রিমা শেষ করে বাস্তবের কঠোর চ্যালেঞ্জের মুখোমুখি হন কনস্টাস। বুমরাহ এবার আর তরুণ ব্যাটারকে সুযোগ দেননি। ৬.৩ ওভারে বিষাক্ত ডেলিভারিতে কনস্টাসকে বোল্ড করেন তিনি। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮ বলে ৮ রান করে মাঠ ছাড়েন কনস্টাস, যেখানে মাত্র একটি চার ছিল।
কনস্টাসের আগ্রাসন ও অঙ্গভঙ্গির জবাব এবার নিজের সেলিব্রেশনে দিলেন বুমরাহ। সাধারণত উইকেটের পর সাদামাটা উদযাপন করেন বুমরাহ। কিন্তু এবার কনস্টাসকে বোল্ড করার পর ঠিক তার ঢঙেই দর্শকদের উদ্দেশে হাত তুলে উদ্দীপনা জানান ভারতীয় পেসার।
অস্ট্রেলিয়ার মিডিয়া ও প্রাক্তনরা প্রথম ইনিংসে কনস্টাসের আক্রমণ নিয়ে যেমন উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, দ্বিতীয় ইনিংসে তার পতনও তেমনই উল্লেখযোগ্য। বুমরাহ আবার প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের সেরা বোলারদের একজন।
এই টেস্ট অভিষেক কনস্টাসের জন্য ছিল শিক্ষা এবং বাস্তবের মুখোমুখি হওয়ার মুহূর্ত। আর বুমরাহর জন্য এটি ছিল ধৈর্য, প্রতিশোধ এবং সামর্থ্যের প্রদর্শন। ক্রিকেটের এই অনন্য লড়াই আরও একবার প্রমাণ করল, অভিজ্ঞতা এবং দক্ষতার সামনে আগ্রাসন যথেষ্ট নয়।