খাদান সিনেমার গান ‘কিশোরী’ মুক্তির কিছুদিন আগে থেকেই দর্শকদের নজর কেড়েছিল। এবার জানা গেল, এই গানটি সবে মাত্র তিন সপ্তাহে একাধিক রেকর্ড ভেঙে ফেলেছে। এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে দেব নিজেই জানান, ‘কিশোরী’ গানটি ইতিমধ্যেই ৪ কোটির বেশি ভিউজ পেয়েছে, যা এক নতুন মাইলফলক।
এদিন দেব আরও জানান, এই গানটি শুধু মানুষের মন ছুঁয়ে গেছে, তা নয়, তা সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক সাড়া ফেলেছে। ইনস্টাগ্রামে প্রায় ৭ লাখ রিল তৈরি হয়েছে এই গানে। ইউটিউব ছাড়াও, ইনস্টাগ্রামেও গানটি ট্রেন্ডিং হয়ে উঠেছে। ‘কিশোরী’র সাফল্য পেয়ে দেব সকল দর্শক ও শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন।
কেবল ‘কিশোরী’ নয়, খাদান ছবির অন্যান্য গানও ব্যাপক প্রশংসিত হয়েছে। ‘হায় রে বিয়ে’, ‘রাধারাণী’ ও ‘রাজা রাজ’ গানগুলোও দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে।
‘কিশোরী’ গানটি গেয়েছেন রথিজিৎ ভট্টাচার্য এবং অন্তরা মিত্র। গানটির সুর ও কম্পোজিশনও করেছেন রথিজিৎ। লিরিক্স লিখেছেন ঋতম সেন।
খাদান ছবিটি ২০ ডিসেম্বর মুক্তি পায় এবং এতে মুখ্য চরিত্রে আছেন দেব ও যিশু। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু এবং জন ভট্টাচার্য। পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো, সঙ্গীত পরিচালনা করেছেন নীলায়ন চট্টোপাধ্যায় এবং প্রযোজনা করেছেন দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও সুরিন্দর ফিল্মস।
এই ছবিটি ২০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ১ কোটি ২৪ লাখ টাকার ব্যবসা করেছে, আর ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট ব্যবসা হয়েছে ৭ কোটি ২৬ লাখ টাকার। এক সপ্তাহে সাড়ে তিন লাখ দর্শক এই সিনেমাটি উপভোগ করেছেন।