উত্তর ২৪ পরগনার চাঁদপাড়া থেকে জাল পাসপোর্ট চক্রের অন্যতম পান্ডা মনোজ গুপ্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। শনিবার রাতে চালানো বিশেষ অভিযানে ধরা পড়ে এই অপরাধী। মনোজ গুপ্ত বেহালার সখেরবাজারে একটি ট্রাভেল এজেন্সি চালাতেন, যার আড়ালে বাংলাদেশি নাগরিকদের জন্য জাল পাসপোর্ট তৈরির একটি বড়সড় চক্র পরিচালনা করছিলেন।
সম্প্রতি জাল পাসপোর্টকাণ্ডে বেহালা থেকে দীপঙ্কর দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করে জানা যায়, দীপঙ্কর মনোজ গুপ্তের অধীনে কাজ করতেন। তদন্তে উঠে আসে, মনোজ প্রথমে বাংলাদেশিদের কাছ থেকে ৫ থেকে ১০ হাজার টাকা নিয়ে তাদের আধার ও প্যান কার্ড তৈরি করাতেন। পরে ভুয়ো ঠিকানা ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলা হত। এই নথি দিয়েই করা হত পাসপোর্টের আবেদন।
তদন্তকারীদের দাবি, মনোজ ডাক বিভাগের কর্মীদের সঙ্গে যোগসাজশ করে পাসপোর্টগুলিকে ডাকঘর থেকেই হাতিয়ে নিত। পরে এই পাসপোর্ট বাংলাদেশিদের কাছে ৫ লক্ষ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হত।
মনোজ গুপ্তের গ্রেফতারিতে জাল পাসপোর্ট চক্রের একটি বড় পর্দাফাঁস হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। তাঁরা এখন মনোজের চক্রের অন্য সদস্যদের খোঁজ চালাচ্ছেন। গোয়েন্দাদের অনুমান, এই চক্রের মাধ্যমে বহু বাংলাদেশি ভুয়ো পাসপোর্ট নিয়ে ভারতে বসবাস করছে বা বিদেশে পাড়ি দিয়েছে।
তদন্তের অগ্রগতি জানতে নজর রয়েছে রাজ্যের পুলিশ প্রশাসনের। মনোজ গুপ্তের গ্রেফতারি জাল পাসপোর্ট চক্রের পর্দা উন্মোচনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তা সময়ই বলবে।