বাঁকুড়ার জঙ্গলে দীর্ঘ কয়েকদিন ধরে দাপিয়ে বেড়ানো বাঘিনী জিনাত অবশেষে রবিবার বনদফতরের জালে ধরা পড়ল। ঘুমপাড়ানি গুলির সাহায্যে কাবু করে, অত্যন্ত সন্তর্পণে তাকে গোঁসাইডিহি এলাকায় খাঁচাবন্দি করা হয়।
বনদফতরের কর্মকর্তাদের মতে, বাঘিনী আপাতত সুস্থ রয়েছে এবং তাকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হচ্ছে। ওড়িশার সিমলিপাল জঙ্গল থেকে বেরিয়ে এই বাঘিনী একের পর এক জঙ্গল পেরিয়ে বাঁকুড়ায় এসে পৌঁছেছিল। তার গতিবিধি ধরতে গত ৮ দিন ধরে বনদফতর সর্বশক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
বাঘিনীকে ধরার জন্য ড্রোন ব্যবহার থেকে শুরু করে ট্র্যাপ ক্যামেরা, টোপ দেওয়া, জাল দিয়ে জঙ্গল ঘেরা, এমনকি হুলা পার্টি আনা পর্যন্ত একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে বাঘিনী বারবার ফাঁকি দিচ্ছিল। বিশেষজ্ঞদের ধারণা, বাঘিনী জঙ্গলে থাকা ছোট পশু শিকার করেই পেট ভরাচ্ছিল, তাই সে টোপের কাছে আসছিল না।
বনদফতরের মূল আশঙ্কা ছিল, যদি বাঘিনী লোকালয়ে ঢুকে পড়ে, তবে বড় বিপদ হতে পারত। সেজন্য স্থানীয় এলাকাগুলিকে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছিল। হুলা পার্টির সদস্যদের উপর নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছিল।
অবশেষে শনিবার রাত থেকে শুরু হওয়া একেবারে পরিকল্পিত অভিযান সফল হয় রবিবার। ঘুমপাড়ানি গুলির সাহায্যে বাঘিনীকে বাগে আনা হয়।
বাঘিনী ধরা পড়ায় হাঁফ ছেড়ে বেঁচেছে বনদফতর। তবে জিনাতের ধরা পড়া শুধু বনদফতরের মর্যাদার লড়াইই নয়, স্থানীয় বাসিন্দাদের জন্যও স্বস্তির খবর।