বিশ্ববাসীকে শোকস্তব্ধ করে প্রয়াত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আসীন ছিলেন তিনি। গত অক্টোবরে নিজের শততম জন্মদিন পালন করেছিলেন কার্টার। মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর প্রতিষ্ঠিত সংস্থা কার্টার সেন্টার।
জিমি কার্টারের জন্ম ১৯২৪ সালের ১ অক্টোবর। নৌবাহিনীতে কর্মজীবন শুরু করার পর রাজনীতিতে প্রবেশ করেন তিনি। জর্জিয়ার গভর্নর এবং স্টেট সেনেটের সদস্য হিসেবে কাজ করার পর যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে ইজরায়েল ও মিশরের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর হয়। আমেরিকা-চিনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনেও ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।
জিমি কার্টারের ব্যক্তিগত জীবনও ছিল অনুপ্রেরণামূলক। ১৯৪৬ সালে তিনি রোজালিন স্মিথকে বিয়ে করেন। দীর্ঘ ৭৭ বছরের দাম্পত্যজীবনের পর ২০২৩ সালের নভেম্বরে রোজালিনের মৃত্যু হয়। মাত্র ১১ মাসের ব্যবধানে প্রয়াত হলেন কার্টারও।
জিমি কার্টারের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। বাইডেন লিখেছেন, “জিমি কার্টার ছিলেন এমন একজন নেতা, যাঁর সঙ্গে দেখা না করেও লাখো মানুষ তাঁকে বন্ধু মনে করতেন।”
প্রেসিডেন্ট থাকার সময় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হলেও, প্রেসিডেন্ট পদ হারানোর পর তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ছিলেন। ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি।
তাঁর প্রয়াণে শান্তি ও মানবাধিকার আন্দোলনে এক মহান নেতা হারাল বিশ্ব।