অস্ট্রেলিয়ার মাটিতে বাজে ফর্ম অব্যাহত রাখলেন রোহিত শর্মা। আজ মেলবোর্ন টেস্টে ৪০টি বল খেলে মাত্র ৯ রানে আউট হন তিনি। চলতি সিরিজে তাঁর ব্যাটিং গড় দাঁড়িয়েছে ৬.২০, যা অস্ট্রেলিয়ার মাটিতে ন্যূনতম ১০০ বল খেলা ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন।
রোহিতের এই গড়ের থেকে খারাপ ছিল কেবল ইংল্যান্ডের পিটার উইলির, যাঁর গড় ছিল ৫.৮৩ (১৯৮০ সালে)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টপ অর্ডারের এমন ফর্ম ভারতীয় দলের জন্য উদ্বেগজনক। সিরিজে রোহিতের স্কোর যথাক্রমে ৩, ৬, ১০, ৩ এবং ৯।
বিদেশের মাটিতে ভারতীয় ব্যাটারদের সর্বনিম্ন গড়ের তালিকাতেও নাম তুলেছেন রোহিত। তাঁর ওপরে আছেন ইশান্ত শর্মা (২০১১ এবং ২০১৮ সালে ইংল্যান্ড সফরে গড় ছিল যথাক্রমে ৪ এবং ৫.২৫) এবং অনিল কুম্বলে (২০০৮ সালে শ্রীলঙ্কা সফরে গড় ৪.৮৩)।
চলতি সিরিজে দ্বিতীয় টেস্ট থেকে দলে যোগ দিয়েছিলেন রোহিত শর্মা। অ্যাডিলেড টেস্টে প্রথম ইনিংসে করেন মাত্র ৩ রান, দ্বিতীয় ইনিংসে ৬। ব্রিসবেন টেস্টে একটি ইনিংসে তাঁর স্কোর ছিল ১০। মেলবোর্ন টেস্টে তিনি প্রথম ইনিংসে করেন ৩, দ্বিতীয় ইনিংসে ৪০টি বল খেলে করেন মাত্র ৯।
ধৈর্য ধরে ব্যাটিং করলেও রোহিত আজ আউট হন ১৭তম ওভারের প্রথম বলে। বল তাঁর ব্যাটের কানায় লেগে স্লিপে ক্যাচ যায়, যা মিচেল মার্শ দুবারের চেষ্টায় ধরেন। রোহিতের এমন ফর্ম ভারতীয় দলের ব্যাটিং গভীরতায় প্রভাব ফেলছে।