উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভার আগে উত্তপ্ত হয়ে উঠল দ্বীপাঞ্চল। সোমবার ঋষি অরবিন্দ মিশনের মাঠে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি যখন তুঙ্গে, তখনই ভেড়ি দখল ও মাছ লুঠের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বিক্ষোভ। অভিযোগ উঠেছে, তৃণমূল নেতা অজিত মাইতি তার দলবল নিয়ে আদিবাসী বর্গাদারদের জমি দখল করে মাছ লুঠ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়মজুরে দীর্ঘদিন ধরে এই ভেড়ি নিয়ে বিবাদ চলছে। ২০২৩ সালে তপশিলি কমিশন ভুয়ো নথি দাখিলের অভিযোগে জমি দখল বাতিল করে এবং আসল মালিকদের জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। চলতি বছরের শুরুতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে গোবিন্দ সর্দার, সুভাষ সর্দার, সাগর সর্দার সহ অন্যান্য কৃষকরা জমি ফিরে পান।
তবে রবিবার সেই জমিতে ফের সংঘাতের অভিযোগ ওঠে। স্থানীয় আদিবাসীদের অভিযোগ, অজিত মাইতি দলবল নিয়ে এসে তাদের মারধর করে এবং ভেড়ি থেকে মাছ লুঠ করে। মারধরে পুরুষ ও মহিলা, উভয়েই আহত হয়েছেন। যদিও তৃণমূল নেতা অজিত মাইতি অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ওই জমির আসল মালিক তিনি এবং তার কাছে সমস্ত বৈধ নথি রয়েছে।
এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। মুখ্যমন্ত্রীর সভার আগে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর আসন্ন সভার আলোচনার আগেই এই ঘটনার পুনরাবৃত্তি রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।