টলিউডের বক্স অফিসে রাজত্ব করছে দেবের খাদান এবং রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান। যেখানে গোটা দেশে পুষ্পা ২-এর জয়জয়কার, সেখানে বাংলার দর্শক নিজেদের সিনেমার পাশেই দাঁড়িয়েছে।
দ্বিতীয় সপ্তাহান্তেও দেব অভিনীত খাদান বক্স অফিসে রেকর্ড ব্রেকিং আয় করেছে। প্রথম দশ দিনে সিনেমাটি ৮.৫০ কোটি টাকার নেট আয় করেছে। দ্বিতীয় সপ্তাহান্তের শুক্রবার (২৭ ডিসেম্বর) ছবিটি আয় করে ৪৫ লাখ, শনিবার (২৮ ডিসেম্বর) ৫৮ লাখ, এবং রবিবার (২৯ ডিসেম্বর) ৮৭ লাখ। দ্বিতীয় সপ্তাহে টলিউডে এমন সাফল্য বিরল। সাধারণত, এই সময় দর্শক সংখ্যা কমতে থাকে, কিন্তু খাদান-এর ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। দর্শকদের ভালোবাসায় সিনেমাটি বর্তমানে সর্বোচ্চ আয়কারী বাংলা সিনেমার তকমার দিকে এগিয়ে চলেছে। খুব শিগগির এটি বহুরূপীএর রেকর্ড ভেঙে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, রাজ চক্রবর্তীর সন্তান,যেখানে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী, দ্বিতীয় সপ্তাহান্তে মোট ২৯ লাখ আয় করেছে। ছবিটি ইতিমধ্যেই ২ কোটি টাকার আয় ছাড়িয়েছে এবং ২০২৪ সালের সর্বোচ্চ আয়কারী বাংলা ছবির তালিকায় পাঁচ নম্বরে রয়েছে।
বর্ষশেষ এবং নববর্ষের ছুটি সন্তান-এর জন্য বক্স অফিসে আরও সাফল্য আনবে বলে আশা করা হচ্ছে। দেবের তারকাখ্যাতি এবং রাজ চক্রবর্তীর নতুন ধারার পরিচালনা প্রমাণ করেছে, বাংলা সিনেমা এখনও প্রতিযোগিতায় প্রথম সারিতে।