প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের অস্থি বিসর্জনকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রবিবার দিল্লির গুরুদ্বার মজনু কা টিলা সাহিবের কাছে যমুনা নদীতে তাঁর অস্থি বিসর্জন দেওয়া হয়। কিন্তু সেখানে কংগ্রেসের গান্ধী পরিবারের কেউ উপস্থিত না থাকায় বিজেপি তীব্র আক্রমণ শানিয়েছে।
বিজেপির অভিযোগ, ড. সিংয়ের জীবদ্দশায় তাঁকে অপমান করেছে কংগ্রেস নেতৃত্ব। বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেন, “মনমোহন সিং যখন জীবিত ছিলেন, তখন তাঁকে বারবার অপমানিত হতে হয়েছিল। রাহুল গান্ধী একবার প্রকাশ্যে অর্ডিন্যান্স ছিঁড়ে তাঁকে অসম্মান করেছিলেন। এমনকি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানেও তাঁরা অনুপস্থিত ছিলেন। এখন তাঁরা প্রয়াত নেতার প্রতি সম্মান দেখানোর নামে ভণ্ডামি করছে।”
আরেক বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা বলেন, “মনমোহনের মতো মহান ব্যক্তিত্বের প্রতি কংগ্রেসের এহেন আচরণ শকিং এবং সারপ্রাইজিং। মাত্র ২০ ঘণ্টা কাটতে না কাটতেই তাঁকে ভুলে গেল কংগ্রেস। এমনকি কোনও আঞ্চলিক নেতা পর্যন্ত সেখানে উপস্থিত হননি।”
এই প্রসঙ্গে কংগ্রেসের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ নির্মাণ নিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে বিতর্ক তীব্র হয়েছে।
উল্লেখ্য, শনিবার দিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। এরপর রবিবার তাঁর অস্থি বিসর্জন দেওয়া হয়। এই ঘটনায় কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতি এবং গান্ধী পরিবারের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।