অর্জুন, রশ্মিকা মান্দানা ও ফাহাদ ফাসিল অভিনীত পুষ্পা ২: দ্য রুল মুক্তির তিন সপ্তাহ পরেও বক্স অফিসে দাপট বজায় রেখেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ছবিটি এখন পর্যন্ত মোট ১১৬৩.৬৫ কোটি টাকা আয় করেছে। চতুর্থ সোমবারেও ছবিটি আয় করেছে প্রায় ৬.৬৫ কোটি টাকা।প্রথম সপ্তাহে পুষ্পা ২ সংগ্রহ করেছিল ৭২৫.৮ কোটি টাকা, দ্বিতীয় সপ্তাহে ২৬৪.৮ কোটি এবং তৃতীয় সপ্তাহে ১২৯.৫ কোটি। বর্ষবরণের মরশুমে এই আয় আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পদপিষ্ট মামলা ও অর্জুনের জামিনের শুনানিকে কেন্দ্র করে বিতর্ক থাকা সত্ত্বেও দর্শকদের আকর্ষণ ধরে রাখতে পেরেছে এই সিনেমা।
অন্যদিকে, বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ ও ওয়ামিকা গাব্বি অভিনীত বেবি জন মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে হিমশিম খাচ্ছে। মিশ্র প্রতিক্রিয়া পাওয়া ছবিটি মুক্তির ষষ্ঠ দিনে মাত্র ১.৬১ কোটি টাকা আয় করেছে। ছয় দিনে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩০.২৬ কোটি টাকা।বেবি জন ২৫ ডিসেম্বর মুক্তির প্রথম দিনে ১১.২৫ কোটি টাকা আয় করে ভালো সূচনা করলেও পরবর্তী দিনগুলোতে আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। ছবির প্রথম সোমবারের আয় ছিল এখন পর্যন্ত সর্বনিম্ন।
তুলনামূলকভাবে, পুষ্পা ২: দ্য রুল তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে দাপট দেখাচ্ছে। তবে বরুণ ধাওয়ানের বেবি জন-এর সামনে বর্ষবরণের ছুটিতে আয় বাড়ানোর সুযোগ রয়েছে। এখন দেখার বিষয়, দর্শকরা শেষমেশ কোন ছবির দিকে বেশি ঝুঁকবেন।