বাংলাদেশে আটক সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির জন্য এবার ভারত সরকারের কাছে আবেদন জানালেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী রবীন্দ্র ঘোষ। বর্তমানে শারীরিক চিকিৎসার জন্য কলকাতায় অবস্থানরত রবীন্দ্রবাবু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন। মঙ্গলবার বারাকপুরে রবীন্দ্র ঘোষের ছেলের বাড়িতে যান তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেখানে রবীন্দ্রবাবুর শারীরিক পরিস্থিতি ও অন্যান্য বিষয়ে আলোচনা হয়। রবীন্দ্র ঘোষ জানান, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাই। বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চিন্ময়কৃষ্ণ দাসের বিচারহীন আটক নিয়ে আলোচনা করতে চাই।”
কুণাল ঘোষ এই বিষয়ে মন্তব্য করে জানান, “রবীন্দ্র ঘোষের চিকিৎসা প্রাথমিক অগ্রাধিকার। তবে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির বিষয়ে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হলেও রাজ্য সরকার সরাসরি কিছু করতে পারবে না।”রবীন্দ্র ঘোষ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, “ওরা বলে দিল্লি বা কলকাতা দখল করবে, কিন্তু তা সম্ভব নয়। সেখানে প্রকৃত গণতান্ত্রিক সরকার নেই।” উল্লেখ্য, ২ জানুয়ারি চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণ দাসের মামলার শুনানি রয়েছে। রবীন্দ্র ঘোষ প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন এবং আশাবাদী, দ্রুত সমাধান আসবে। তবে তৃণমূল নেতা কুণাল ঘোষের মতে, কেন্দ্রীয় সরকারের হিন্দুত্বের আদর্শের সত্ত্বেও এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।
চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির জন্য দুই বাংলার মধ্যে আলোচনার প্রয়োজনীয়তা এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।