আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অবস্থানরত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গীরা নতুন বছরে বিশেষ অভিজ্ঞতার সাক্ষী থাকবেন। আইএসএস-এর ‘এক্সপিডিশন ৭২’ মিশনের অংশ হিসেবে তাঁরা পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে ১ জানুয়ারি, ২০২৫-এ ১৬ বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পাবেন। মহাকাশে থাকা সত্ত্বেও, তাঁরা নতুন বছরকে অনন্যভাবে স্বাগত জানাতে চলেছেন।
সুনীতা উইলিয়ামস এই মিশনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সঙ্গী হিসেবে রয়েছেন আলেক্সি ওভচিনিন, বুচ উইলমোর, ইভান ভাগনার, ডন পেটিট, আলেকজান্ডার গর্বুনভ এবং নিক হেগ। আইএসএস প্রতি ৯০ মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে, যার ফলে প্রতিদিন প্রায় ১৫.৫ বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। ২০২৪ সালের জুনে বোয়িং স্টারলাইনার ক্যাপসুলে করে এই ক্রুরা আট দিনের মিশনের জন্য মহাকাশে যান। তবে ক্যাপসুলটি পৃথিবীতে ফেরার উপযোগী না হওয়ায় তাঁদের স্টেশনে দীর্ঘদিন থাকতে হচ্ছে। নাসা জানিয়েছে, তাঁদের পৃথিবীতে ফেরার সময়সীমা অন্তত ২০২৫ সালের মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। মহাকাশে সময় কাটানো সত্ত্বেও ক্রুরা উৎসবের মেজাজ বজায় রেখেছেন। ক্রিসমাস উপলক্ষে তাঁরা স্টেশনটি সজ্জিত করেছেন এবং বিশেষ খাবার তৈরি করেছেন। পরিবার ও বন্ধুদের সঙ্গে বার্তা বিনিময় করেও তাঁরা সংযোগ বজায় রাখছেন। এক্স-এর মাধ্যমে নাসা পোস্ট করা একটি ভিডিওতে উইলিয়ামস বলেন, “আমরা মহাকাশ স্টেশনে একসঙ্গে কাটানো সময় উপভোগ করছি।” বিজ্ঞান গবেষণা চালানোর পাশাপাশি ক্রুরা তাদের দৈনন্দিন কাজের মধ্যেও উৎসবের আনন্দ ভাগাভাগি করছেন।
আইএসএস থেকে নতুন বছরে সূর্যোদয় দেখার অভিজ্ঞতা তাঁদের জন্য স্মরণীয় হতে চলেছে।