সন্দেশখালিতে বিজেপির একটি জনসভায় ফের একবার বামপন্থী হিন্দু ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবারের সভায় তিনি দাবি করেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, আর হিন্দুদের অস্তিত্ব সুরক্ষিত থাকবে। শুভেন্দু বলেন, “রাজ্যে বিজেপির ভোট ৩৯ শতাংশ। মাত্র আরও ৫ শতাংশ হিন্দু ভোট পেলেই বিজেপি ক্ষমতায় আসবে। বাম হিন্দু ভোটারদের আমি অনুরোধ করব বিজেপিকে ভোট দিন। এটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই।” তাঁর অভিযোগ, বামপন্থীরা হিন্দু ভোট বিভাজন করে কার্যত তৃণমূলের সুবিধা করে দিচ্ছে।
তিনি আরও বলেন, “তৃণমূল ক্ষমতায় থাকলে রাজ্যে পঞ্চায়েত, পুরসভা এমনকি পাঠাগার বা শনিপুজোর কমিটিও দখল করে নিচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে অন্তত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকবে। রাজনীতি করার জায়গা থাকবে।” শুভেন্দু অধিকারীর বক্তব্যে বামফ্রন্টের সন্দেশখালির প্রাক্তন সিপিআই বিধায়ক নিরাপদ সরদারের নাম উঠে আসে। তিনি অভিযোগ করেন, “নিরাপদ সরদাররা বিপ্লবের কথা বললেও, আসলে তারা তৃণমূলের সুবিধা করে দিচ্ছে। তাই বাম হিন্দু ভোটারদের বিজেপির পাশে দাঁড়ানোর জন্য আমি আবেদন জানাচ্ছি।” বিজেপির অভিযোগ, রাজ্যে বাম ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে সমালোচনা করলেও নির্বাচনের সময় মুসলিম ভোট তৃণমূলের দিকে ঝুঁকে পড়ে। অন্যদিকে, হিন্দু ভোট বিভাজনের কারণে বিজেপি একাধিক আসন হারায়। ফলে তৃণমূল এই ভোট কাটাকাটির সরাসরি ফায়দা তোলে।
এখন প্রশ্ন হল, শুভেন্দুর এই ডাকে কি আদৌ সাড়া দেবেন বাম হিন্দু ভোটাররা? এই বিষয়ে রাজ্য রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী নির্বাচন।