নদিয়ার চাকদা থেকে ভুয়ো পাসপোর্ট তৈরির অভিযোগে ধীরেন ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার গভীর রাতে মনোজ গুপ্তের দেওয়া তথ্যের ভিত্তিতে ধীরেন ঘোষের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর ভুয়ো নথি ও পরিচয়পত্র। রাত আড়াইটে নাগাদ ধীরেন ঘোষকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসে পুলিশ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ধৃত ধীরেন ঘোষ নদিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বাংলাদেশি নাগরিকদের ভুয়ো পাসপোর্ট সরবরাহের একটি বড় চক্র পরিচালনা করতেন। তদন্তকারীরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ব্যক্তিদের ৩ থেকে ৫ লক্ষ টাকার বিনিময়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করে দিত এই চক্র।
এই চক্রের মূল পান্ডা হিসেবে মনোজ গুপ্তের নাম উঠে আসে। গত রবিবার রাতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকা থেকে মনোজকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে উঠে আসে ধীরেন ঘোষের নাম। তদন্তে জানা যায়, এই চক্রের মাধ্যমে বাংলাদেশিদের যাবতীয় ভারতীয় নথি— ভোটার আইডি, আধার কার্ড, এমনকি পাসপোর্টও তৈরি করে দেওয়া হত। পুলিশ জানিয়েছে, পাসপোর্ট-কাণ্ডে এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ধীরেন ঘোষকে আলিপুর আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীর কাছ থেকে উদ্ধার হওয়া ভুয়ো পাসপোর্ট এই চক্রেরই ফল বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও অনেক বড় মাথার যোগাযোগ থাকতে পারে। তদন্ত চলছে।