বর্ডার-গাভাসকর ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া এবার ব্যাগি গ্রিন নয়, গোলাপি কিট পরে মাঠে নামতে প্রস্তুত। শুক্রবার থেকে সিডনিতে শুরু হবে পঞ্চম টেস্ট, যা হবে ১৭তম গোলাপি টেস্ট। ইতিমধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়া ম্যাচ আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
ম্যাচের আগে গোলাপি কিট পরে ফটোশুটে অংশ নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, নাথান লিয়ন, স্যাম কনস্টাসসহ গোটা অস্ট্রেলিয়া দল। তাঁদের সঙ্গে ছিলেন কিংবদন্তি ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রা। ফটোশুট শেষে সাংবাদিকদের সামনে স্তন ক্যান্সার সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন ম্যাকগ্রা।
২০০৯ সালে গ্লেন ম্যাকগ্রা ফাউন্ডেশনের উদ্যোগে গোলাপি টেস্টের সূচনা হয়। স্তন ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং তহবিল সংগ্রহ এই টেস্টের মূল উদ্দেশ্য। ২০০৮ সালে স্তন ক্যান্সারের কারণে ম্যাকগ্রার স্ত্রী জেনের মৃত্যু হয়েছিল। এরপরই তিনি ক্যান্সার আক্রান্তদের সহায়তায় এই ফাউন্ডেশন চালু করেন।গ্লেন ম্যাকগ্রা জানান, “গোলাপি টেস্ট শুধু একটি খেলা নয়, এটি আশা ও সহমর্মিতার প্রতীক। আমাদের উদ্যোগ স্তন ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য।”
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত এই গোলাপি টেস্ট শুধুমাত্র খেলার জন্য নয়, বিশ্বজুড়ে সচেতনতার বার্তা পৌঁছে দিতে একটি মাইলফলক। টেস্ট ম্যাচে গোলাপি রঙের আবহ এবং অনুদান সংগ্রহের উদ্যোগ ক্যান্সার সচেতনতায় নতুন মাত্রা যোগ করবে।