নতুন বছরের প্রথম দিনেই আমেরিকার লুইসিয়ানার নিউ অরলিন্স শহরের বারবন স্ট্রিটে ঘটে গেল ভয়াবহ হামলার ঘটনা। বুধবার ভোরে জনাকীর্ণ রাস্তায় দ্রুতগতিতে একটি গাড়ি ঢুকে পড়ে এবং চালক এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, গাড়িটি হঠাৎ করেই প্রবল গতিতে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এরপর চালক গাড়ি থেকে নেমে বন্দুক হাতে জনতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ দ্রুত পাল্টা জবাব দেয় এবং হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁরা রাস্তায় অসংখ্য রক্তাক্ত ও জখম মানুষকে পড়ে থাকতে দেখেছেন। আহতদের অনেকেই গুরুতর অবস্থায় রয়েছেন।নিউ অরলিন্স পুলিশের মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, গাড়িটি ইচ্ছাকৃতভাবে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। তবে হামলার কারণ এখনও স্পষ্ট নয়। আপৎকালীন পরিষেবা বিভাগের তরফে এলাকাবাসীকে ঘটনাস্থল এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, প্রচুর পুলিশ, অ্যাম্বুল্যান্স, এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তির পরিবেশ তৈরি হয়েছে।লুইসিয়ানার গভর্নর জে ল্যান্ড্রি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, “প্রত্যেক আহত ও ক্ষতিগ্রস্তের জন্য প্রার্থনা করছি। ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”
নিউ অরলিন্স, যা একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র, নতুন বছরের উদ্যাপন উপলক্ষে জনতায় ভরা ছিল। এমন একটি সময় এ ধরনের হামলা আমেরিকায় নতুন করে আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি করেছে।