রাজ্যে বেআইনি জমি দখল রুখতে কঠোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে তিনি স্পষ্ট জানালেন, সরকারি জমি দখল আর কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
মুখ্যমন্ত্রী বলেন, “সরকারি জমি দখল করলে কাউকে রেয়াত করা হবে না। জেলা পুলিশ নয়, এবার থেকে রাজ্য পুলিশ সরাসরি বিষয়টি দেখবে। দোষীদের ধরতে প্রয়োজন হলে সম্পত্তি ক্রোক করা হবে।” তিনি জানান, বেআইনিভাবে সরকারি জমিতে নির্মাণ করে যারা এলাকা ছেড়ে পালিয়েছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
দিদি আরও বলেন, “কেউ যদি ব্যক্তিগত স্বার্থে সরকারি জমি দিয়ে দেয়, তাকে কোনও অবস্থাতেই সহ্য করা হবে না। স্থানীয় কাউন্সিলার থেকে পঞ্চায়েত, এমনকি মন্ত্রকের কেউও এই কাজে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে।”
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বেআইনি দখল মুক্ত করতে ৬ মাস সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তবে গরিব মানুষের প্রতি মানবিকতার পরিচয় দিয়ে তাদের জন্য জরিমানা-সহ বৈধ কাগজ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। তিনি বলেন, “গরিবদের বৈধ কাগজ নেই, তাই তাদের পেনাল্টি দিয়ে জায়গার অধিকার দেওয়া হবে। কিন্তু যারা বেআইনিভাবে ফ্ল্যাট তৈরি করে পালিয়েছে, তাদের কোনও ছাড় দেওয়া হবে না।”এছাড়াও, ভবিষ্যতে সরকারি জমি দখল রুখতে ৮০:২০ নীতি কার্যকর করার কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, “আইন সবার জন্য সমান। বেআইনি কাজ করে যারা সাধারণ মানুষকে প্রতারণা করেছে, তাদের কঠোর শাস্তি পেতে হবে।”
এই উদ্যোগকে সমর্থন করে বিশেষজ্ঞ মহল মনে করছে, মুখ্যমন্ত্রীর এই কড়া পদক্ষেপ রাজ্যে জমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনবে।