জম্মু ও কাশ্মীরের বন্দিপোরায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় ভারতীয় সেনার দুই জওয়ানের মৃত্যু হয়েছে। শনিবার উলার ভিউ পয়েন্টের কাছে সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও তিন সেনা গুরুতর আহত হন। আহতদের তড়িঘড়ি বন্দিপোরা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বন্দিপোরা জেলা হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেডেন্ট ড. মাসারাত ইকবাল ওয়ানি জানিয়েছেন, “আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দু’জনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত তিনজনকে শ্রীনগরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।”
দুর্ঘটনার কারণ হিসেবে জানা গেছে, সদর কুট পায়েন এলাকায় একটি তীক্ষ্ণ বাঁক পার হতে গিয়ে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর জেরে ট্রাকটি নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যরা পৌঁছে উদ্ধার কাজ চালান। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে সেনার গাড়ি দুর্ঘটনার ঘটনা নতুন নয়। এর আগেও ২০২৪ সালের ২৪শে ডিসেম্বর পুঞ্চ জেলায় একটি সেনা গাড়ি ৩৫০ ফুট গভীর খাদে পড়ে পাঁচ সেনা নিহত হন এবং পাঁচজন আহত হন। ২০২৪ সালের ৪ঠা নভেম্বর রাজৌরি জেলায় সেনার গাড়ি দুর্ঘটনায় একজন সেনা নিহত ও একজন আহত হন।
সেনাবাহিনী এ ধরনের দুর্ঘটনাকে সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত থাকার সম্ভাবনা নাকচ করেছে। তবে দুর্ঘটনার পুনরাবৃত্তি এড়াতে ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।