চিনে শ্বাসনালীর সংক্রমণের বৃদ্ধির খবর নিয়ে সতর্কতা অবলম্বন করছে ভারত। এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-কে সময়মতো সঠিক তথ্য দেওয়ার আবেদন জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রক। তবে ভারত জানিয়েছে, চিনে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা মোটেও অস্বাভাবিক নয় এবং উদ্বেগের কারণ নেই।চলতি মরশুমে ফ্লু, ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস (আরএসভি) এবং হিউম্যান মেটানিউমোভাইরাসের প্রকোপ বৃদ্ধি সাধারণ ঘটনা। চিনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও ভারতের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশ এই ধরনের পরিস্থিতি সামলাতে প্রস্তুত।
স্বাস্থ্য মন্ত্রকের ‘জয়েন্ট মনিটরিং গ্রুপ’-এর একটি বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন হু, বিপর্যয় মোকাবিলা সেল, ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রোগ্রাম, ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং আইসিএমআরের মতো গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিরা।বৈঠকের পর স্বাস্থ্য মন্ত্রক জানায়, চিনের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, এই সময়ের জন্য ইনফ্লুয়েঞ্জা বা আরএসভি সংক্রমণের মতো ঘটনা অস্বাভাবিক নয়। ভারতের পরিস্থিতি এখন পর্যন্ত স্থিতিশীল। আইসিএমআর ও অন্যান্য সংস্থার রিপোর্টে দেখা গিয়েছে, দেশে শ্বাসনালীর সংক্রমণের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়নি।
তবু সাবধানতার জন্য, হিউম্যান মেটানিউমোভাইরাসের পরীক্ষা এবং নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আইসিএমআর আগামী এক বছর ধরে এই ভাইরাসের উপর তীক্ষ্ণ নজর রাখবে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগে থেকেই ভাইরাসের প্রকৃতি জানা থাকায়, সংক্রমণ রুখতে ভারত প্রস্তুত। সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের কোনও কারণ নেই।