মেলবোর্নের বক্সিং ডে টেস্টে পরাজয়ের ফলে সরাসরি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সুযোগ হারায় ভারত। টিম ইন্ডিয়াকে সিডনির নিউ ইয়ার টেস্টে জিততেই হতো, কিন্তু দুর্ভাগ্যবশত তারা অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। এই হারের ফলে টানা তৃতীয়বার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হয় রোহিত শর্মার দলের।
উল্লেখ্য, প্রথম ডব্লিউটিসি ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্স হয় ভারত। দ্বিতীয় ডব্লিউটিসি চক্রে তারা ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া করে। এবার সিডনি টেস্টের হারের কারণে তাদের খেতাবি লড়াইয়ের আশা একেবারে শেষ হয়ে যায়।
অপরদিকে, সিডনি টেস্টে জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া টানা দ্বিতীয়বার ডব্লিউটিসি ফাইনালের টিকিট নিশ্চিত করে। প্যাট কামিন্সের নেতৃত্বে অজিরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ জিতলে অস্ট্রেলিয়া লিগ টেবিলের শীর্ষ স্থান দখল করতে পারে।
বর্তমানে ১৭ ম্যাচে ৬৩.৭৩ শতাংশ হারে ১৩০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত, যা ফাইনালে খেলার জন্য যথেষ্ট। ডব্লিউটিসি ফাইনালে শ্রীলঙ্কা বা দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি দলই অজিদের প্রতিপক্ষ হতে পারে।
ভারতের এই ব্যর্থতা তাদের ক্রিকেটপ্রেমীদের হতাশ করলেও অস্ট্রেলিয়ার সামনে শিরোপা ধরে রাখার সুবর্ণ সুযোগ রয়েছে।