অস্ট্রেলিয়া ক্রিকেট দল বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম ম্যাচে ভারতকে পরাজিত করে ঐতিহাসিক জয় অর্জন করেছে। এই জয়ের মাধ্যমে অজিরা টেস্ট ক্রিকেটে তৃতীয়বার সমস্ত টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে অপরাজিত থাকার নজির গড়ল। পঞ্চম ম্যাচের তৃতীয় দিনে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ পিঠের চোটের কারণে খেলতে পারেননি, যা ভারতীয় দলের জন্য বড় ধাক্কা ছিল। অস্ট্রেলিয়া এই সুযোগকে ভালোভাবে কাজে লাগায় এবং মাত্র চার উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়। প্যাট কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া দল ভারতের ১৩ বছরের অপরাজিত থাকার রেকর্ড ভেঙে বর্ডার-গাভাসকর ট্রফি দখল করে।
অস্ট্রেলিয়া এর আগে ২০০৪ এবং ২০০৭ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে টেস্ট ফরম্যাটে সমস্ত দেশের বিরুদ্ধে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল। এবারের জয় সেই ধারাবাহিকতায় একটি নতুন পালক যোগ করল। ভারতও এক দশকের মধ্যে দুইবার সমস্ত দলের বিরুদ্ধে টেস্ট সিরিজে অপরাজিত থাকার কীর্তি স্থাপন করেছিল। ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত এবং ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত ভারত এই রেকর্ড ধরে রেখেছিল।
অস্ট্রেলিয়া তাদের সাম্প্রতিক জয়ের মাধ্যমে ৯টি টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে টানা জয় নিশ্চিত করেছে। আয়ারল্যান্ড ও আফগানিস্তান বাদে, জানুয়ারি ২০২৫ থেকে শুরু হওয়া এই রেকর্ড যতদিন তারা কোনও সিরিজ হারবে না, ততদিন বজায় থাকবে।
এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া আবারও প্রমাণ করল কেন তারা বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা দল।