তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মন্তব্য ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি করতে গিয়ে তিনি তুলনা করেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে। তাঁর বক্তব্য, “নেতাজি বিপ্লবী এবং আন্তর্জাতিক নায়ক হলেও সংসদীয় রাজনীতিতে দল গড়ে সফল হননি। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সফল নেত্রী।”
এই মন্তব্যে তীব্র বিতর্কের সৃষ্টি হলেও কুণাল ঘোষ নিজের অবস্থানে অনড়। তিনি বলেন, “কংগ্রেস থেকে বেরিয়ে এসে একা দল গড়ে সংসদীয় গণতন্ত্রে ছাপ ফেলা, মমতা বন্দ্যোপাধ্যায় এক নম্বর।” বিতর্ক এড়াতে তিনি নেতাজির স্তুতিও করেন। কুণাল জানান, “নেতাজি সুভাষচন্দ্র বসু দেশনায়ক, বিপ্লবী। আজাদ হিন্দ সরকার গঠন করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিলেন। তবে তাঁর সেই ভূমিকা স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপটে আলাদা। সংসদীয় রাজনীতির প্রসঙ্গে আমার বক্তব্য ছিল।”
উত্তর কলকাতায় সোমেন মিত্রের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য মন্তব্য করেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা কংগ্রেসের ভুল ছিল।” এই প্রসঙ্গেই কুণাল বলেন, “নেতাজি ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন, প্রণব মুখোপাধ্যায় দল তৈরি করেছিলেন, কিন্তু তাঁরা সফল হননি। মমতা একমাত্র নেত্রী, যিনি একক কৃতিত্বে দল গড়ে জাতীয় এবং রাজ্য রাজনীতিতে সাফল্য এনেছেন।”বিতর্ককে পাত্তা না দিয়ে কুণাল জানান, “আমি মমতার রাজনৈতিক সাফল্যের কথা বলেছি। নেতাজি বা প্রণববাবুর ব্যক্তিত্ব আকাশছোঁয়া। কিন্তু মমতা সংসদীয় রাজনীতিতে দল গড়ে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমার মন্তব্যে ভুল কী, তা কেউ ব্যাখ্যা করলে শুনব।”
তাঁর এই বক্তব্যে রাজনীতিতে নতুন বিতর্কের ঝড় উঠেছে।