মালদা জেলার বৈষ্ণনগর থানা এলাকার সুখদেবপুর সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-র মধ্যে এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জানা গেছে, সুখদেবপুর গ্রামের সীমান্তে প্রায় ১০০ মিটারের মতো এলাকায় কাঁটাতারের বেড়া নেই। অনুপ্রবেশ রোধে এই অংশে কাঁটাতার বসানোর পরিকল্পনা করে বিএসএফ। বছরখানেক আগে বিজিবি ও বিএসএফের মধ্যে সমঝোতা হওয়ার পর কাজ শুরু হয়। সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ দূরে খুঁটি বসানোর কাজ সম্পন্ন হলেও সম্প্রতি কাঁটাতার লাগানোর সময় বিজিবি আপত্তি তোলে।
মঙ্গলবার বিজিবি বাধা দিলে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছান এবং বিএসএফের পাশে দাঁড়িয়ে “বন্দে মাতরম” স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগে বিজিবি ও বিএসএফের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। তবে অভিযোগ, বৈঠকে বিজিবি তাদের আগের অবস্থান থেকে সরে আসে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনার মাধ্যমে বাংলাদেশ ভারতকে উত্তেজিত করার প্রয়াস চালাচ্ছে। সংঘর্ষে জড়ালে আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে ইসলামিক দেশগুলির একযোগে অবস্থান নেওয়ার আশঙ্কা রয়েছে। তবে বিএসএফ অত্যন্ত ধৈর্য সহকারে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
বিএসএফ এই বিষয়ে কোনও মন্তব্য না করলেও ঘটনার বিবরণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে দুই দেশের সেনার মধ্যে উত্তেজনা বাড়লেও গ্রামবাসীদের উপস্থিতি ও বিএসএফের সংযম পরিস্থিতি শান্ত রাখতে সাহায্য করেছে।