আগামীকাল, ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা, যা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জেলায় ১৫৩ কোটি টাকার একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এই প্রকল্পগুলির মাধ্যমে ১৯ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে দাবি করা হয়েছে। এর মধ্যে ৫৫ কোটি টাকা ব্যয়ে ১২টি নতুন জেটি এবং ২১ কোটি টাকায় ভেসেল সার্ভিস চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, গঙ্গাসাগর মেলার সুরক্ষা ও পরিষেবার জন্য নিয়োগ করা হচ্ছে ২৫০০ জন সিভিল ডিফেন্স ও ভলান্টিয়ার। মেলার জন্য সাগরের হাসপাতালগুলিতে ৫১৫টি বেডের পাশাপাশি আইসিইউ, চিকিৎসক, নার্স এবং প্যারামেডিক্সের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
গঙ্গাসাগরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরির প্রকল্পের কাজ শুরু হচ্ছে, যার খরচ ধরা হয়েছে প্রায় ১৫০০ কোটি টাকা। তিনি বলেন, “এই সেতু হলে আগামী দিনে সরাসরি গাড়ি নিয়ে পুণ্যার্থীরা গঙ্গাসাগরে আসতে পারবেন। আমরা ইতিমধ্যেই প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে রেখেছি।” মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে বলেন, “কুম্ভমেলার থেকে কোনও অংশে ছোট নয় গঙ্গাসাগর মেলা। কেন্দ্র এখনও স্বীকৃতি দেয়নি, কিন্তু আমরা এই দাবি থেকে সরব না। ভবিষ্যতে অবশ্যই জাতীয় মেলার স্বীকৃতি পাবে গঙ্গাসাগর।”
পরিবহণ ব্যবস্থায় আরও উন্নতির জন্য মেলায় ২২৫০টি সরকারি বাস, ২৫০টি বেসরকারি বাস, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ ও ২১টি জেটি ব্যবহৃত হবে। সুরক্ষার জন্য জিপিএস ও স্যাটেলাইট ট্র্যাকিংও রাখা হয়েছে।