প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দিল্লির রাজঘাটে তাঁর ‘সমাধি’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এই সিদ্ধান্তে আপ্লুত প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। বাবার স্মৃতির প্রতি এমন সম্মান প্রদর্শনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি ব্যক্তিগতভাবে দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শর্মিষ্ঠা জানান, “আমরা সরকারের কাছে এমন কিছু চাইনি। তবে বাবার জন্য প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে এই সিদ্ধান্ত নিয়েছেন, যা আমার কাছে অভাবনীয়।”
শর্মিষ্ঠার কথায়, “বাবা বলতেন, সম্মান কখনো নিজে থেকে চাওয়া উচিত নয়, সেটি নিজের কাজের মাধ্যমেই অর্জিত হয়। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে আমি মুগ্ধ। বাবার স্মৃতিতে এমন সিদ্ধান্ত আমার জন্য অত্যন্ত আনন্দদায়ক।”
বিষয়টি নিয়ে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও গর্ব প্রকাশ করেছেন। তিনি বলেন, “প্রণব মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের গর্ব। তাঁর স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত বাঙালি হিসেবে আমাদের গর্বিত করেছে। নরেন্দ্র মোদীজিকে আন্তরিক ধন্যবাদ জানাই।”গত ১ জানুয়ারি কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক শর্মিষ্ঠাকে জানায়, দিল্লির রাজঘাটে ‘রাষ্ট্রীয় স্মৃতি’ কমপ্লেক্সে প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, শর্মিষ্ঠা কিছুদিন আগেই কংগ্রেসের বিরুদ্ধে বাবার প্রয়াণের পরে যথাযথ শোকপ্রকাশ না করার অভিযোগ তুলেছিলেন।
প্রণব মুখোপাধ্যায় ২০২০ সালের ৩১ আগস্ট প্রয়াত হন। তাঁর সম্মানে মোদী সরকারের এমন উদ্যোগে সন্তুষ্ট শর্মিষ্ঠা এবং বাংলার মানুষ। এই পদক্ষেপে প্রণবের স্মৃতি চিরস্থায়ী হবে বলে মনে করছেন অনেকে।