প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার কলকাতার বিশেষ আদালতে লিপস অ্যান্ড বাউন্ডসসহ মোট ৫০ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়, তাপস মণ্ডল, কুন্তল ঘোষরা। এর আগের দিনই পার্থ চট্টোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্র, মানিক ভট্টাচার্যসহ ছ’জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল।
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ১ ফেব্রুয়ারির মধ্যে এই মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শেষ করে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সেই নির্দেশের ভিত্তিতেই ইডি দ্রুত তদন্ত শেষ করে চার্জ গঠনের কাজ শুরু করে। মঙ্গলবার আদালতে বিচারক প্রত্যেক অভিযুক্তের নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে আনীত ধারাগুলি পড়ে শোনান। অভিযুক্তদের মধ্যে কেউই নিজেদের দোষী বলে স্বীকার করেননি। তদন্তে উঠে এসেছে, লিপস অ্যান্ড বাউন্ডসের মাধ্যমে দুর্নীতির টাকা পাচার করা হত। ইডি দাবি করেছে, কালীঘাটের ‘কাকু’র সংস্থা থেকে কোটি কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্ডসে পৌঁছত। সংস্থার নামে এমন অনেক পরিষেবার জন্য টাকা নেওয়া হয়েছে, যার বাস্তবিক কোনো পরিকাঠামো নেই। উল্লেখযোগ্যভাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই সংস্থাকে তাঁর নিজের বলে উল্লেখ করেছেন।
ইডি ইতিমধ্যেই লিপস অ্যান্ড বাউন্ডসের কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। যদিও আদালতে উপস্থিত সংস্থার প্রতিনিধি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। মামলার ভবিষ্যৎ নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও বাড়ছে।