হ্যামিল্টনের সেডন পার্কে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচটি নেমে আসে ৩৭ ওভারে। কিউইরা প্রথমে ব্যাট করে ২৫৫ রানের বিশাল লক্ষ্য দেয়। পরে শ্রীলঙ্কাকে ১৪২ রানে গুটিয়ে দিয়ে ১১৩ রানের বড় জয় তুলে নেয়। এর ফলে এক ম্যাচ বাকি থাকতেই ৩ ম্যাচের সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড।শুরুতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে দাপুটে ব্যাটিং করেন রাচিন রবীন্দ্র ও মার্ক চাপম্যান। রাচিন ৬৩ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ৯টি চার ও ১টি ছক্কা। চাপম্যান ৫২ বলে ৬২ রান করেন, যার মধ্যে ছিল ৫টি চার ও ২টি ছক্কা।
উইল ইয়ং (১৬), ডারিল মিচেল (৩৮), গ্লেন ফিলিপস (২২) ও মিচেল স্যান্টনার (২০) দলের ইনিংসকে সমৃদ্ধ করেন। শ্রীলঙ্কার বোলার মাহিশ থিকশানা হ্যাটট্রিক-সহ ৪ উইকেট নেন, ৮ ওভারে দেন ৪৪ রান। ওয়ানিন্দু হাসারাঙ্গা ২টি উইকেট নেন।২৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটিং আবারও বিপর্যস্ত হয়। কামিন্দু মেন্ডিস লড়াই করে ৬৬ বলে ৬৪ রান করেন, যেখানে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। জনিথ লিয়ানাগে (২২) ও চামিদু বিক্রমাসিংহে (১৭) ছাড়া কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি।
নিউজিল্যান্ডের হয়ে উইলিয়াম ও’রোর্ক ৬.২ ওভারে ৩১ রান দিয়ে ৩টি উইকেট নেন। জেকব ডাফি ৫ ওভারে ৩০ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।
রাচিন রবীন্দ্র তার অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন।
নিউজিল্যান্ডের এই জয় সিরিজে তাদের দাপট স্পষ্ট করে দেয়, যেখানে শ্রীলঙ্কার ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যায়।