হাওড়ার পেঁড়ো থানার হরিশপুর কাঁচারিপাড়ায় পৌষকালী পুজোর মেলায় গ্যাসবেলুনের সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক মহিলার। নিহতের নাম বৈশাখী বাগ (৩৮)। এ ঘটনায় বেলুন বিক্রেতা নেপাল দলুইয়ের ডান পা উড়ে যায় এবং তাঁকে গুরুতর অবস্থায় এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে।প্রাচীন এই পৌষকালী পুজোর মেলায় প্রতিবছরই স্থানীয়দের ভিড় জমে। মঙ্গলবার মেলায় বেলুন বিক্রি করছিলেন নেপাল দলুই। গ্যাস সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরার সময় আচমকা ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই বৈশাখী বাগের মৃত্যু হয়। বিস্ফোরণের অভিঘাতে আরও এক মহিলা জ্ঞান হারান।
আহতদের প্রথমে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত হন স্থানীয় বিধায়ক ও চিকিৎসক নির্মল মাজি। গুরুতর আহত নেপাল দলুইকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দেন চিকিৎসকরা। বৈশাখী বাগের মরদেহ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় মেলায় উপস্থিত লোকজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কীভাবে গ্যাসবেলুনের সিলিন্ডার ব্যবহার করা হচ্ছিল। নিহত বৈশাখী বাগের পরিবার মেলার উদ্যোক্তাদের দায়িত্বজ্ঞানহীনতার জন্য দোষারোপ করেছেন।
প্রশাসনের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। মেলার আয়োজকদের বিরুদ্ধে কোনও নিয়ম ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। স্থানীয়রা সুরক্ষাবিধি মেনে মেলা আয়োজনের দাবি তুলেছেন।